Dr. Neem on Daraz
Victory Day

খাশোগি হত্যা: প্যারিসে সন্দেহভাজন একজন গ্রেফতার


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৭:৪৩ এএম
খাশোগি হত্যা: প্যারিসে সন্দেহভাজন একজন গ্রেফতার

ফাইল ছবি

ঢাকা: সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ফ্রান্সের প্যারিসে সৌদি আদেহ আল-ওতাইবি নামে আরবের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জামাল খাশোগি হত্যার ঘটনায় তুরস্ক যে ২৬ জন সৌদি নাগরিককে খুঁজছিল তার মধ্যে খালেদ আদেহ আল-ওতাইবি একজন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার চার্লস-ডি-গল বিমানবন্দরে সন্দেহভাজন খালেদ আদেহ আল-ওতাইবিকে গ্রেফতার করা হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে সৌদির একজন কর্মকর্তা বলেছেন, ভুল করে ওতাইবি নামের সৌদি রয়্যাল গার্ডের সাবেক ওই সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনার যারা জড়িত ছিল তাদের সবাইকে সৌদি আরবে শাস্তি দেওয়া হয়েছে বলেও দাবি ওই কর্মকর্তার।

প্রঙ্গত যে, সৌদি আরবের রাজতন্ত্রের সমালোচক সাংবাদিক খাশোগিকে ২০১৮ সালের অক্টোবরে ইস্তামবুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। যদিও সৌদি আরব দাবি করেছিল, ওয়াশিংটন পোস্টের সাবেক এই সাংবাদিককে দেশে ফিরতে রাজি করানোর জন্য পাঠানো এজেন্টদের ‘অভিযানে’ তিনি নিহত হন।

তবে তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই দাবি করছেন, এজেন্টরা সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের আদেশে এ কাজ করেছেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে