Dr. Neem on Daraz
Victory Day

ইরাকে আইএসের ভয়াবহ হামলায় নিহত ৫


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০১:১৯ পিএম
ইরাকে আইএসের ভয়াবহ হামলায় নিহত ৫

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ইরাকের উত্তরাঞ্চলের একটি গ্রামে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলায় চার কুর্দি সদস্য ও একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন।

স্থানীয় সময় রোববার কারা সালেম গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

কুর্দি বাহিনীর পক্ষ থেকে এব বিবৃতিতে হতাহতের ঘটনা নিশ্চিত করা হলেও কতজন মারা গেছে তা স্পষ্ট করা হয়নি।

এর আগে ২৮ নভেম্বর ইরাকের উত্তরাঞ্চলের রাস্তার পাশে বোমা হামলায় কুর্দি বাহিনীর আরও পাঁচ সদস্য নিহত হয়েছিলেন। আইএসের সঙ্গে সম্পৃক্তরা এ হামলা চালিয়েছে বলে পরে জানানো হয়েছিল।

উল্লেখ্য, কুর্দি পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় আইএস। ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে দায়েশ পরাজিত হওয়ার পর থেকে এ হামলার সংখ্যা বেড়ে যায়। বর্তমানে ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে, যারা আইএস জঙ্গি গোষ্ঠীকে মোকাবিলায় দেশটির নিরাপত্তা বাহিনীকে সহায়তা করছে। সূত্র: রয়টার্স

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে