Dr. Neem on Daraz
Victory Day

নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৯:৪৭ এএম
নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রায় দেড় মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) নিউইয়র্ক গভর্নরের আদেশে আগামী ৩ ডিসেম্বর থেকে এ জরুরি অবস্থা কার্যকর হবে। বহাল থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোছুল।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার এই ধরনটির মাধ্যমে নতুন করে সংক্রমণ বিস্তারের ঝুঁকি রয়েছে। ধরনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

জানা গেছে, করোনার নতুন এই ধরন এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে ধরা পড়েছে। এ ছাড়া ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও বেলজিয়ামে এ ধরন শনাক্ত হয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে