Dr. Neem on Daraz
Victory Day

ইরাকের প্রধানমন্ত্রীর বাসায় ড্রোন হামলা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৯:২৫ এএম
ইরাকের প্রধানমন্ত্রীর বাসায় ড্রোন হামলা

ফাইল ছবি

ঢাকাঃ ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ‌্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে অল্পের জন‌্য প্রাণে বেঁচে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি। 

রোববার (৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে এনডিটিভির খবরে বলা হয়। তবে তাৎক্ষণিক কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। 

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে কাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাদিমি অক্ষত অবস্থায় রয়েছেন। হামলার হাত থেকে তিনি বেঁচে গেছেন। 

দুই সরকারি কর্মকর্তা বলেছেন, বিস্ফোরক বোঝাই একটি ড্রোন প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে উড়ে আসে। কাদিমির বাসভবন অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে।

গ্রিন জোনে বসবাসরত পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, তারা এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন।

আগামীনিউজ/নাসির   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে