Dr. Neem on Daraz
Victory Day

নাইজারে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ ৭০ জন নিহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ১০:৪৮ এএম
নাইজারে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ ৭০ জন নিহত

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ নিহত কমপক্ষে ৭০ জন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গোলাগুলিতে আরও ১৫ জন আহত।

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয় এক শহরের মেয়রকে বহনকারী গাড়িবহরই ছিলো হামলার মূল লক্ষ্য। তার দেহরক্ষীদের সাথে হয় মোটরবাইকে আসা আততায়ীদের গোলাগুলি। হামলাকারীদের সন্ধানে এখনো চলছে চিরুনি অভিযান। কেউ দায় স্বীকার না করলেও আইএস বা আল-কায়েদার দিকেই সন্দেহের তীর। ট্রাই-বর্ডার হিসেবে খ্যাত এলাকাটি মূলত বুরকিনা ফাসো এবং মালি সীমান্তের কাছেই। নিরাপত্তার ক্ষেত্রে যা খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে প্রায়ই চরমপন্থিদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।

চলতি বছরই কয়েকদফার হামলায় প্রাণ হারিয়েছেন নাইজারের কমপক্ষে ৫৩০ বাসিন্দা।

আগামীনিউজ/নাসির   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে