Dr. Neem on Daraz
Victory Day

শিগগিরই স্কুলে ফিরবে ছাত্রীরা: তালেবান


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ১০:০০ এএম
শিগগিরই স্কুলে ফিরবে ছাত্রীরা: তালেবান

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আফগানিস্তানে শিগগিরই মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপারে কিছু ভালো খবর ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার।

এ ব্যাপারে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশি কর্মসূচি ও সাহায্য বিভাগের পরিচালক ওয়াহিদুল্লাহ হাশেমি বলেন, সকল ছাত্রীকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। শিগগিরই এ ব্যাপারে কিছু ভালো খবর ঘোষণা করা হবে। খবর পার্স টুডে

তালেবান নারী শিক্ষার বিপক্ষে নয় জানিয়ে তিনি বলেন, কীভাবে মেয়েদের স্কুলে আসতে দেওয়া যায় তা নিয়ে কাজ করছে সরকার।

এদিকে বয়েজ স্কুলের কার্যক্রম স্বাভাবিক চললেও গার্লস স্কুলগুলোতে ক্লাস সিক্সের উপরে কোনো ক্লাস হচ্ছে না। এছাড়াও নারী শিক্ষকদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও জানান, আফগানিস্তানের কোনো শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে