ঢাকাঃ ভারতের উত্তরখণ্ডের চাকরাতে একটি মালবাহী গাড়ি দুর্ঘটনায় পড়লে অন্তত ১৩ জন নিহত ও চারজন আহত হয়েছেন।
কর্মকর্তারা বলেন, রোববার (৩১ অক্টোবর) যাত্রাপথে গাড়িটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটেছে। হিন্দুস্থান টাইমস ও ইন্ডিয়া টুডে এমন খবর দিয়েছে।
ইতিমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ঘটনাস্থলে জরুরি বিভাগের কর্মীরা রয়েছেন। স্থানীয় অধিবাসীদের সহায়তায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
চাকরাতের কর্মকর্তা সাতেন্দ্র ভাটি বলেন, এখন পর্যন্ত ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে স্থানীয় লোকজন বেশ সহায়তা করছেন। নিহতদের সবার বাড়ি বারাম খাত বেইলা গ্রামে।
দুর্ঘটনাটি বিচ্ছিন্ন দুর্গম অঞ্চলে হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশের রাস্তা থেকে প্রায় ৩০০ ফুট গভীরে পড়ে যায় গাড়িটি। রাজ্যের রাজধানী দেরাদুর থেকে ১৭০ কিলোমিটার দূরে তিউনি অঞ্চলের একটি খাদে পড়ে গেছে মালবাহী এই গাড়ি।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগামীনিউজ/শরিফ