Dr. Neem on Daraz
Victory Day

প্রথমবারের মতো প্রকাশ্যে তালেবানের সর্বোচ্চ নেতা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০২:৩২ পিএম
প্রথমবারের মতো প্রকাশ্যে তালেবানের সর্বোচ্চ নেতা

ছবি: আগামী নিউজ

ঢাকা: প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা। শনিবার তিনি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি মাদ্রাসা পরিদর্শনের সময় জনসম্মুখে উপস্থিত হন। এর মধ্য দিয়ে তার মৃত্যুর গুজব মিথ্যা বলে প্রমাণিত হল।

রবিবার তালেবানের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়।

আখুন্দজাদা আমির উল মুমিনীন বা বিশ্বাসীদের নেতা হিসেবে পরিচিত। গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করার পরেও তাকে জনসম্মুখে দেখা যায়নি। যার ফলে তাকে নিয়ে নানা জল্পনা-কল্পনার জন্ম হয়।

গতকাল প্রথমবারের মতো প্রকাশ্যে জনসম্মুখে উপস্থিতির সময় আখুন্দজাদার সঙ্গে থাকা একজন সিনিয়র তালেবান নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমাদের সর্বোচ্চ নেতা শনিবার কান্দাহারের একটি ধর্মীয় বিদ্যালয় জামিয়া দারুল উলুম হাকিমিয়া পরিদর্শন করেছেন।

মার্কিন নেতৃত্বাধীন বাহিনী চলে যাওয়ার পর সেপ্টেম্বরে তালেবানরা তাদের অন্তর্বর্তী সরকার ঘোষণা করে, যার সর্বোচ্চ নেতা করা হয় আখুন্দজাদাকে, যিনি ২০১৬ সাল থেকেই তালেবানের সর্বোচ্চ নেতার ভূমিকা পালন করে আসছিলেন। তিনিই তালেবানের রাজনৈতিক, ধর্মীয় এবং সামরিক বিষয়ে সর্বোচ্চ কর্তাব্যক্তি।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে