Dr. Neem on Daraz
Victory Day

নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলায় পাঁচজন নিহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ১০:১১ এএম
নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলায় পাঁচজন নিহত

ছবি: সংগৃহীত

ঢাকাঃ নরওয়েতে তীর-ধনুক হামলায় নিহত হয়েছে পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

বুধবার (১৩ অক্টোবর) নরওয়ের কংসবার্গ শহরের এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে ড্রামেন শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।

হামলার পর ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে হেলিকপ্টারে টহল দিয়েছে পুলিশ।

সরকারের একজন মুখপাত্র বলছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সন্দেহভাজন হামলাকারী কংসবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতর থেকে তীর ছুড়ে আক্রমণ চালায়।

এদিকে সুপার মার্কেটের একজন মুখপাত্র জানান, ভয়াবহ এ ঘটনায় তাদের কোনো কর্মী হতাহত হননি।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে