Dr. Neem on Daraz
Victory Day

ঘূর্ণিঝড় কম্পাসুর আঘাতে ফিলিপাইনে নিহত ৯, নিখোঁজ ১১


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৩:৩৭ পিএম
ঘূর্ণিঝড় কম্পাসুর আঘাতে ফিলিপাইনে নিহত ৯, নিখোঁজ ১১

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ঘুর্ণিঝড় কম্পাসু আঘাত হেনেছে ফিলিপাইনের উপকূলে। এতে প্রাণ হারিয়েছেন ৯ জন এবং নিখোঁজ হয়েছেন আরও ১১ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার দিকে ফিলিপাইনের বেশ কয়েকটি উপকূলে আঘাত হানে কম্পাসু।  এর আগে ছোট ছোট ঘূর্ণিঝড় হয় দেশটিতে। সেটিকে গ্রাস করে তার শক্তি বেড়েছে কয়েকগুণ।

জানা যায়, ঝড় বয়ে যাওয়ার সময় বাতাসের গতিবগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ বেনগুয়েতে ৪ জন মারা যায়।

এদিকে, দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দ্বীপরাজ্য পালাওয়ানে মারা গেছে আরও ৫ জন। এছাড়া, দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিধসের কারণে নিখোঁজ হয়েছেন আরও ১১ জন।

দেশটির প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের মুখপাত্র হ্যারি রকু রয়টার্সকে জানায়, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে