Dr. Neem on Daraz
Victory Day

২৪ ঘণ্টায় ভারতে করোনায় ২৭৮ জনের মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ১২:৩৪ পিএম
২৪ ঘণ্টায় ভারতে করোনায় ২৭৮ জনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকাঃ মঙ্গলবারের পর বুধবারও ভারতের দৈনিক কোভিড সংক্রমণ থাকল ২০ হাজারের নিচেই। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৮৮১। খবর আনন্দবাজার অনলাইনের।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে থাকায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ছ’হাজারের বেশি। এর জেরে আড়াই লাখের নিচে নামল সক্রিয় রোগীর সংখ্যা। এ বছর ১৭ মার্চ শেষ বার সক্রিয় রোগী ছিল আড়াই লাখের নিচে।

মহামারির দ্বিতীয় ঢেউ ভারত জুড়ে আছড়ে পড়তেই তা বাড়তে শুরু করে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই আবার কমছে তা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৮৭ জন।

দৈনিক মৃত্যুও গত ছ’দিন ধরেই রয়েছে ৩০০-র নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। পুরো মহামারি পর্বে ভারতে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ৫৩৮ জন।

ভারতের রাজ্যগুলোর মধ্যে দৈনিক আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে কেরালা। তবে গত দুই দিন আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নেমেছে দক্ষিণের এ রাজ্যে। মহারাষ্ট্রেও আড়াই হাজারের নিচে রয়েছে আক্রান্ত। তামিলনাড়ুতে তা দেড় হাজারের আশপাশে থাকলেও কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে তা হাজারের নিচে নেমেছে। তবে মিজোরামের অবস্থা এখনও একই রকম। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১ হাজার ৪৭১।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে