Dr. Neem on Daraz
Victory Day

স্পেনে দাবানলের ভয়ে ঘরছাড়া ২ হাজার লোক


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৫:৪৩ পিএম
স্পেনে  দাবানলের ভয়ে ঘরছাড়া ২ হাজার লোক

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ দক্ষিণ স্পেনের রাজ্য আন্দালুসিয়ায় দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ঘরছাড়া হয়েছে দুই হাজার লোক। আগুন পুড়ে মারা গেছেন জরুরি কাজে নিয়োজিত এক কর্মী। 

বুধবার জনপ্রিয় রিসোর্ট শহর এস্তেপোনার কোস্তা দেল সোলে উচ্চভূমিতে দাবানল শুরু হয়। 

আগুন থামাতে সেনাবাহিনী নিয়োজিত করেছে স্প্যানিশ সরকার। পার্বত্য অঞ্চলে অগ্নিনির্বাপকদের সহায়তা করছেন তারা। 

ছয়টির বেশি শহর ও গ্রামের লোকেদের রবিবার সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বাড়ি ছেড়েছে পাঁচ সম্প্রদায়ের অধিবাসী। 

স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, দাবানলে ইতিমধ্যে ৭,৪০০ হেক্টর (১৮,২০০) পুড়ে গেছে। 

আন্দালুসিয়া অঞ্চলের ফরেস্ট ফায়ার এজেন্সি জানিয়েছে, শত শত দমকলকর্মী আগুন নেভাতে কাজ করছে।  তাদের মধ্যে রয়েছে ৪১টি বিমান ও ২৫টি স্থলযান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে