Dr. Neem on Daraz
Victory Day

কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবানের ফাঁকা গুলি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৬:১৭ পিএম
কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবানের ফাঁকা গুলি

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবান গুলি ছুড়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার দুপুরে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বলা হচ্ছে, ৭০ জনের মতো বিক্ষোভকারী এ কর্মসূচিতে অংশ নেন। যাদের অধিকাংশই ছিলেন নারী।

বিক্ষোভে যোগ দেওয়া ব্যক্তিদের বহন করা ব্যানারে পাকিস্তানবিরোধী কথা লেখা ছিল। তারা পাকিস্তানবিরোধী নানান স্লোগানও দেন।

বার্তা সংস্থা জানায়, আফগানিস্তানের বিভিন্ন বিষয়ে ইসলামাবাদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে তালেবান সদস্যরা আকাশে ফাঁকা গুলি ছোড়েন।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণের নেয় তালেবানরা। বর্তমানে তাদের সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি চলছি। আর সেই লক্ষ্যে পৌঁছতে তালেবানকে সহায়তা করছে পাকিস্তান।

দিন দু-এক আগেই এক অঘোষিত সফরে কাবুলে যান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ। সেখানে তিনি বলেন, আফগানিস্তানে চলমান অস্থিতিশীল পরিস্থিতি একসময় ঠিক হয়ে যাবে।

এ দিকে আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে তালেবানকে পাকিস্তান সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে