Dr. Neem on Daraz
Victory Day

বলিভিয়ায় বাস দুর্ঘটনা, শিশুসহ নিহত ২১


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ১২:৩৭ পিএম
বলিভিয়ায় বাস দুর্ঘটনা, শিশুসহ নিহত ২১

ছবি: সংগৃহীত

ঢাকাঃ বলিভিয়ার কোচাবাম্বা প্রদেশে বাস দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

স্থানীয় প্রশাসন জানায়, পাহাড়ি এলাকা ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুইশ’ মিটার গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে ২১ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যম গুলোর দাবি, পাহাড়ি এলাকা হওয়ায় অঞ্চলটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে