Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে ৪৫ লাখ ছাড়ালো করোনার মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৮:৪২ এএম
বিশ্বে ৪৫ লাখ ছাড়ালো করোনার মৃত্যু

ঢাকাঃ গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ৪৫ লাখের বেশি মানুষ এ নিয়ে প্রাণ হারালেন করোনায়।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৭ হাজার ৮৪০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ১৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৬৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৯ হাজার ৯০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪১ হাজার ৭৮৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ১১ হাজার ২৮৯ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৫৪ হাজার ৩৮১ জন মানুষ মারা গেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৯২৬ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে