ঢাকাঃ ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ১২৯৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে হাইতির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১২৯৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৫ হাজার ৭০০ জন। অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
রাজনৈতিক ও মানবিক সংকটে জর্জরিত দরিদ্র এ দেশটি ভূমিকম্পের কারণে আরও বিপদে পড়লো।
দেশের এমন পরিস্থিতিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। দেশের পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি সংবাদ সম্মেলনে মাসব্যাপী জরুরি অবস্থার ঘোষণা দেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিস সংস্থা ইউএসজিএস জানিয়েছে, হাইতির উত্তর-পূর্বাঞ্চলের সেন্ট লুইস ডু সুদ অঞ্চলের ১২ কিলোমিটার দূরে ও ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। যে কারণে অনেক বেশি ভূকম্পন অনুভূত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।