Dr. Neem on Daraz
Victory Day

অলিম্পিক গেমস ভিলেজ কেঁপে উঠল ভূমিকম্পে


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৮:২১ এএম
অলিম্পিক গেমস ভিলেজ কেঁপে উঠল ভূমিকম্পে

ঢাকা: জাপানে ভূমিকম্প। স্থানীয় সময়ে ভোর সাড়ে পাঁচটার দিকে কেঁপে উঠল টোকিওর পূর্ব প্রান্ত। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। গেমস ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিকরা প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভব করেন বলে জানা গেছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নীচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গেছে। টোকিওতে উপস্থিত থাকা এক সাংবাদিক টুইট করে লেখেন, ‘টোকিওতে ভূমিকম্প হচ্ছে। ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।'

আরেকজন টুইট করে লেখেন, ‘প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম।’

অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সম্প্রচার করছিলেন। তার মাঝেই ভূমিকম্প হয়। সেই শো-তেই ভূমিকম্পের কথা জানান তিনি।

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়।

ভয় থাকে সুনামিরও। তবে জাপানের আবহাওয়া দফতর এই ভূমিকম্পের পর কোনও সুনামির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে। গেমস ভিলেজ এবং বিভিন্ন স্টেডিয়াম সেভাবেই তৈরি করা হয়েছে যাতে ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত না হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে