ঢাকাঃ দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তের কাছে মদনপুর খাদারের একটি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প ভেঙে দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন৷ গৃহহীন হয়ে পড়েছে অসংখ্য পরিবার৷ খবর পিটিআই ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ওই রোহিঙ্গা ক্যাম্পে কিছুদিন আগেই আগুন লেগেছিল। দমকল গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে৷ রোহিঙ্গারা অভিযোগ করেছিল, বারবার তাদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে৷ তবে প্রশাসন তখন সে কথা মানতে চায়নি৷ সম্প্রতি সেই ক্যাম্পের লাগোয়া উত্তর প্রদেশের সেচ দফতরের জমিতে তৈরি হওয়া শিবির বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ক্যাম্পের ভিতর তৈরি করা একটি অস্থায়ী মসজিদও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷
উত্তরপ্রদেশ ইরিগেশন বিভাগ এই অপারেশন চালিয়েছে। তবে মসজিদ ভাঙার কথা প্রশাসন স্বীকার করেনি৷ দক্ষিণ-পূর্ব দিল্লির জেলা শাসক।
জেলা শাসকের দাবি, উত্তরপ্রদেশের ইরিগেশন বিভাগের জমির উপর কোনো অনুমতি না নিয়েই ক্যাম্প তৈরি করা হয়েছিল৷ তাদেরকে সেখান থেকে তুলে নতুন ক্যাম্পে নিয়ে যাওয়াই ছিল উদ্দেশ্য৷
দিল্লির লেফটন্যান্ট গভর্নরের হস্তক্ষেপে গত মঙ্গলবার দিল্লি প্রশাসন এবং উত্তরপ্রদেশ প্রশাসনের মধ্যে একটি বৈঠক হয়৷ সেখানেই ক্যাম্প ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷
সমাজকর্মীদের বক্তব্য, ক্যাম্প ভেঙে দেওয়ার পরে অন্তত ১৬টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে৷ তারা রাস্তার ধারে বসবাস করতে শুরু করেছে৷
রোহিঙ্গাদের বক্তব্য, তাদের আর যাওয়ার জায়গা নেই৷ বাধ্য হয়েই তারা অস্থায়ী টেন্ট তৈরি করে থাকছিলেন৷ কোনোরকম আগাম বার্তা না দিয়ে টেন্ট ভেঙে দেওয়া হয়েছে৷ তাদের বহু জিনিস নষ্ট হয়েছে৷