Dr. Neem on Daraz
Victory Day

মরক্কোর সঙ্গে ইসরায়েলের সরাসরি ফ্লাইট চালু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ১০:১৩ এএম
মরক্কোর সঙ্গে ইসরায়েলের সরাসরি ফ্লাইট চালু

ঢাকা: মরক্কোর সঙ্গে ইসরায়েলের সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সম্পর্ক স্বাভাবিক করার আনুষ্ঠানিক চুক্তির সাত মাস পরে গতকাল রবিবার থেকে দেশ দুটির মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হল।

প্রতিবেদনে বলা হয়েছে, এল আল এবং ইসরাইর উভয়ই রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে মারাকেশে প্রথম ফ্লাইট চালু করে। এর আগে গত ডিসেম্বরে চুক্তির পর জেরুজালেম ও রাবাত সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়।

২০২০ সালের ডিসেম্বরে হোয়াইট হাউসের তৎকালীন জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের নেতৃত্বে আমেরিকান ও ইসরায়েলি প্রতিনিধিদল নিয়ে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো ফ্লাইট চালু হয়েছিল। আজ রবিবার যাত্রী নিয়ে স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইট চালু হল।

ইসরাইরের ফ্লাইটটি সকাল ৮টা ১৫ মিনিটে ইসরায়েল ছেড়ে যায়। এই ফ্লাইটে ঐতিহ্যবাহী মরোক্কোর পোশাক পরিহিত স্টুয়ার্ড ছিলেন এবং মরোক্কোর খাবার পরিবেশন করা হয়। অন্যদিকে এল আল ফ্লাইটটি সকাল ১১টা ২০ মিনিটে যাত্রা করে। এটি মরোক্কোর পতাকা এবং কার্পেট দিয়ে সাজানো ছিল।

উল্লেখ্য, মরক্কোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে