Dr. Neem on Daraz
Victory Day

রাশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের কেউ বেঁচে নেই


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ১০:২৬ এএম
রাশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের কেউ বেঁচে নেই

ঢাকাঃ নির্দিষ্ট সময়েই রানওয়ে ছেড়ে আকাশে উড়ে ২২ জন যাত্রী এবং ৬ জন বিমান ক্রু সদস্য নিয়ে মাঝ আকাশেই উধাও হয়ে যায় এটি। ২৮ আরোহী নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজের কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস সূত্রে খবর, উড়োজাহাজটি মঙ্গলবার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে পালানায় যাচ্ছিল। পালানায় নামার কিছুক্ষণ আগেই উড়োজাহাজটি সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের। দুর্ঘটনায় সবার মৃত্যু হয়েছে। সমুদ্রে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে।

আরোহীদের মধ্যে পালানার মেয়র ওলগা মোখায়েরভাও ছিলেন বলে বার্তা সংস্থা তাস জানিয়েছে। তাসের তথ্য অনুযায়ী, বিমানটি ১৯৮২ সালে নির্মিত হয়েছিল। স্থানীয় আবহওয়া কেন্দ্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ঘটনার সময় কামচাটকা উপদ্বীপের উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন ছিল।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে