Dr. Neem on Daraz
Victory Day

করোনায় বিশ্ব পরিস্থিতির উন্নতি, কমছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ


আগামী নিউজ | ‍নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ০৮:৫৬ এএম
করোনায় বিশ্ব পরিস্থিতির উন্নতি, কমছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ

ঢাকাঃ মহামারীর একবছর পেরিয়ে এখন অনেকটাই নিম্নমুখী দৈনিক মৃত্যু ও সংক্রমণ। বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট প্রাণহানি ৪০ লাখ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় (সোমবার) গোটা বিশ্বে ৬ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। নতুন করে আরও ৩ লাখ ৩৫ হাজার মানুষের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

দ্বিতীয় দিনের মতো সাড়ে সাতশ প্রাণহানি দেখেছে ব্রাজিল। অন্যদিকে, রাশিয়াতে হঠাৎই ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে মহামারী করোনাভাইরাস। একদিনের ব্যবধানে দেশটিতে মারা গেছেন ৬৫৪ জন। পরের অবস্থানে থাকা আর্জেন্টিনায় ৬১৭ জন মৃত্যুবরণ করেছেন। আর কলাম্বিয়ায় মারা গেছেন ৫৭০ জন।

অবশ্য, দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে থাকা ভারত সোমবার সাড়ে পাঁচশ মানুষের মৃত্যু লিপিবদ্ধ করেছে। আর নতুন করে দেশটিতে আরও ৩৪ হাজার মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস।

এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো সাড়ে ১৮ কোটির মতো।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে