ঢাকাঃ পূর্ব লাদাখের পাহাড়ি এলাকায় হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে সীমান্ত রক্ষায় প্রায় ৯০ শতাংশ সেনাকে কয়েকদফা বদল করতে হচ্ছে চীন সরকারকে।
ভারতের সরকারি সূত্রের দাবি, লাদাখ সীমান্তে চীন কোনও একটি দলকে বেশি দিন স্থায়ী ভাবে রাখতে পারছে না। কারণ হাড় কাঁপানো ঠান্ডা। ফলে কিছু দিন অন্তর অন্তরই নতুন নতুন সেনার দলকে মোতায়েন করা হচ্ছে। গত বছরে ঠান্ডার কারণে বহু চীনা সেনা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছিল।
পূর্ব লাদাখে সীমান্ত বরাবর দুর্গম এলাকায় মোতায়েন রয়েছে ভারত-চীন দু’দেশেরই সেনা। সর্বক্ষণ কড়া নজরদারি চলছে সেখানে। গলওয়ানে সংঘর্ষের ঘটনায় সীমান্তের দু’পারেই নজরদারি আরও মজবুত করা হয়েছে। কিন্তু ঠান্ডায় কাবু চীনা সেনা।
সীমান্তে নজরদারি চালাতে গিয়ে ঠান্ডার সঙ্গে লড়তে হচ্ছে ভারতীয় সেনাদেরও। তবে চীন যেখানে ৯০ শতাংশ সেনাকে ঘুরিয়ে ফিরিয়ে মোতায়েন করছে, সেখানে ভারতীয় বাহিনীতে সেই হার ৪০-৫০ শতাংশ।