Dr. Neem on Daraz
Victory Day

২০ মাস জেল খাটবেন হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা জিমি লাই


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২১, ০৮:৫২ এএম
২০ মাস জেল খাটবেন হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা জিমি লাই

ঢাকাঃ হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতাদের চীনের জাতীয় সুরক্ষা আইন লঙ্ঘনের কারণেসাজা দেওয়া হয়েছে। শুক্রবার অননুমোদিত সমাবেশ আয়োজনের অপরাধে দোষী সাব্যস্ত করে মিডিয়া টাইকুন জিমি লাইকে ১৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ঐ দিন হংকং জেলা আদালত জিমি লাই ছাড়াও অন্য ৯ জনকে ১৪-৩৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করে। একই সঙ্গে জিমি লাই মোট ২০ মাস জেল খাটবেন। এছাড়া তার বিরুদ্ধে এখনও একাধিক অভিযোগ বিচারাধীন। যার ফলে তিনি দীর্ঘ কারাবাসের কবলে পড়তে যাচ্ছেন বলে প্রতিবেদনে জানিয়েছে ডিমসাম ডেইলি।

এর আগে, গত ২০১৯ সালের ১৮ আগস্ট ও ৩১ আগস্ট গণতন্ত্রপন্থী 'অবৈধ' বিক্ষোভের জন্য সমাবেশের আয়োজন ও অংশ নেওয়ার জন্য জিমি লাইকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সোমবার (৩১ মে)বআরো ৯ জন ব্যক্তির সঙ্গে তাকে আবারও কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চীনের চাপিয়ে দেয়া বহুল বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে জিমি লাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে