Dr. Neem on Daraz
Victory Day

দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২১, ১০:১৮ এএম
দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

ছবি: সংগৃহীত

ঢাকাঃ রাজস্থান, তেলেঙ্গানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে সংক্রমণ বাড়ায় ভয়ঙ্কর মিউকোরমাইকোসিস বা ‘ব্ল্যাক ফাঙ্গাস’ জীবাণুকে মহামারি ঘোষণা করা হয়। এই রাজ্যগুলোতে জীবাণুটির প্রকোপ বাড়ায় করোনাভাইরাস পরিস্থিতির মতোই তড়িৎ সিদ্ধান্ত নিতে হয় সরকারকে। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর কার্যত ভেঙে পড়া দিল্লির চিকিৎসা ব্যবস্থার মধ্যেই এ ভাইরাসটিকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতির উপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে উঠেছে কালো ছত্রাকের প্রকোপ। ফলে, এ রাজ্যেও জীবাণুটিকে মহামারি ঘোষণা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মিউকোরমাইকোসিস জীবাণুকে মহামারি ঘোষণা করে নির্দেশিকা জারি করেছেন দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজল। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, করোনার পাশাপাশি দেশে আতঙ্ক ছড়াচ্ছে মিউকোরমাইকোসিস। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে একাধিক আক্রান্ত শনাক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন এই জীবাণুতে আক্রান্ত হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ অত্যাধিক বেড়ে যাওয়ায় রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে জীবাণুটিকে মহামারি আইনে অন্তর্ভুক্ত করেছে রাজ্য সরকার। এবার দিল্লিতেও ১৮৯৭ সালের আইন অনুসারে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি বলে ঘোষণা করা হরো। উপ-রাজ্যপাল অনিল বৈজল এ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন।

দিল্লিতে এখন পর্যন্ত সাড়ে ৭০০ জনের বেশি ব্ল্যাক ফাঙ্গাস জীবাণুতে আক্রন্ত হয়েছেন। জীবাণুটি বাসা বাধেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ফুসফুসে। এতে রোগীদের রোগ প্রতিরোধ কমে যাচ্ছে। বহু মানুষের প্রাণও কেড়ে নিয়েছে এই ছত্রাক।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসের রোগী বেড়ে ৭৭৩ জনে। দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী ডি ভি সদানন্দ গৌড় এএনআইকে জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাস রোগীদের চিকিৎসার জন্য প্রতিটি রাজ্য, ইউনিয়ন টেরিটরি ও কেন্দ্রীয় সংস্থাগুলোকে ৮০ হাজার করে অ্যান্টিফাঙ্গাল ইনজেকশন- ‘আম্ফোটেরিসিন বি’ বরাদ্দ করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে