Dr. Neem on Daraz
Victory Day

ফিলিস্তিনি সাংবাদিকদের অ্যাকাউন্ট ব্লক করলো হোয়াটসঅ্যাপ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০২১, ১০:৪৭ এএম
ফিলিস্তিনি সাংবাদিকদের অ্যাকাউন্ট ব্লক করলো হোয়াটসঅ্যাপ

ঢাকাঃ হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ পরেই সেখানকার সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হয়।

এর মধ্যে রয়েছেন আল-জাজিরার চিফ করেসপন্ডেন্ট ওয়াইল আল-দাহদৌ ও সংবাদদাতা হিশাম জাকুতও। গত শুক্রবার ভোর থেকে তাদের সোর্স, সম্পাদকসহ গাজা উপত্যকার বাইরের লোকদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে, গাজার অন্তত ১৭জন সাংবাদিক তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন। এদের মধ্যে সোমবার দুপুর পর্যন্ত মাত্র চারজন তাদের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। এই ঘটনাগুলো হোয়াটসঅ্যাপের মালিকের ফিলিস্তিন-বিরোধী নতুন পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সম্প্রতি ফিলিস্তিনপন্থী স্ট্যাটাস, মেসেজ ও হ্যাশট্যাগ মুছে ফেলার অভিযোগ উঠেছে।
গাজার ওই ১৭ সাংবাদিকের ১২ জন এপি’কে জানিয়েছেন, তারা খবর সংগ্রহের জন্য হামাসের সামরিক কার্যক্রম সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন।

আল-জাজিরার চিফ করেসপন্ডেন্ট ওয়াইল আল-দাহদৌ জানান, গত শুক্রবার ভোর থেকে তিনি তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকতে পারছিলেন না, পরে সোমবার তা আবারো চালু হয়েছে। তিনি জানান, সাংবাদিকরা হামাস সংশ্লিষ্ট গ্রুপে যুক্ত হন কেবল সংবাদ সংগ্রহের জন্যই।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে