Dr. Neem on Daraz
Victory Day

কুকুর থেকে ছড়াচ্ছে করোনার নতুন প্রজাতি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২১, ১০:৩৩ এএম
কুকুর থেকে ছড়াচ্ছে করোনার নতুন প্রজাতি

ঢাকাঃ বিশ্বে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষের প্রাণহানী ঘটেছে করোনাভাইরাসে। এমন পরিস্থিতিতে মালয়েশিয়ায় খোঁজ মিলল করোনা ভাইরাসের এক নতুন প্রজাতির, যা কিনা কুকুর থেকে ছড়াচ্ছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হয় এক শিশু। তার শরীরেই প্রথম দেখা মিলে করোনার নতুন প্রজাতির। তবে এই নির্দিষ্ট ভাইরাসটি মানুষের জন্য মারাত্মক হুমকির কারণ কিনা তা এখনো পরিষ্কার নয়।
এটি কুকুরের শরীর থেকে ছড়ায় বলে দাবি গবেষকদের একাংশের। এ নিয়ে প্রায় আট ধরনের করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এই সংক্রান্ত রিসার্চ পেপার ‘Clinical Infectious Diseases’ নামের একটি মেডিকেল জার্নালে প্রকাশিত হয়।

এর আগেও অন্য পশুর শরীরের করোনা ভাইরাস পাওয়া গেছে। তবে কুকুরের শরীর থেকে মানুষের শরীরে এই নতুন ভাইরাস কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং তা কতটা প্রাণঘাতী সেই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে