Dr. Neem on Daraz
Victory Day

দুটি আলাদা রাষ্ট্রই একমাত্র সমাধানঃ বাইডেন


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২১, ০১:৫৪ পিএম
দুটি আলাদা রাষ্ট্রই একমাত্র সমাধানঃ বাইডেন

ঢাকাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের সুরক্ষার প্রতি প্রতিশ্রুতিতে কোনও পরিবর্তন হয়নি। ইসরায়েলিদের ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি যাতে অব্যাহত থাকে সেজন্যও তিনি প্রার্থনা করছেন।

বাইডেন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘাতের একমাত্র সমাধান দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা।

ওয়াশিংটন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অন্য দেশের সঙ্গে মিলে বড় ধরনের সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিলেন তিনি।

বাইডেন হুশিয়ার করে বলেন, “একটা বিষয় স্পষ্ট করা দরকারঃ একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব যতদিন না ওই অঞ্চলের স্বীকৃতি পাবে, ততদিন কোনো শান্তি আসবে না।”

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে