Dr. Neem on Daraz
Victory Day

একদিনে করোনায় ১৩ হাজার প্রাণহানি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২১, ২০২১, ০৯:২১ এএম
একদিনে করোনায় ১৩ হাজার প্রাণহানি

ফাইল ফটো

ঢাকাঃ প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১২ হাজার ৯১৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৪৪ হাজার ৩০৩ জনে।

শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬০০ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৮ লাখ ৩৫ হাজার ২৯৭ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ১৮১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২ হাজার ৬১৬ জন মারা গেছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে