Dr. Neem on Daraz
Victory Day

গাজাকে ৫০ কোটি ডলার সহায়তা করবে মিশর


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২১, ১০:০২ এএম
গাজাকে ৫০ কোটি ডলার সহায়তা করবে মিশর

ঢাকাঃ গাজায় পুনর্নির্মাণ ও চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিশর। বিষয়টি দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির কার্যালয় থেকে জানানো হয়।

আলজাজিরার বরাতে জানা যায়, রাষ্ট্রপতি এক আবদেল ফাত্তাহ বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক ঘটনার ফলস্বরূপ গাজা উপত্যকায় পুনর্নির্মাণের জন্য মিশর ৫০ কোটি মার্কিন ডলার সরবরাহ করবে। এছাড়াও বিশেষজ্ঞ মিশরীয় নির্মাণ সংস্থাগুলি পুনর্নির্মাণকে বাস্তবায়িত করবে।

তিনি আরো বলেন, আমি দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। আশাকরি যত দ্রুত সম্ভব তারা এই সংকটময় অবস্থা থেকে বেড়িয়ে আসবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে