Dr. Neem on Daraz
Victory Day

এবার লেবাননে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৯:৫৩ এএম
এবার লেবাননে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল

ঢাকাঃ গাজার পাশাপাশি এবার লেবাননে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। রকেট হামলার অভিযোগে লেবানানের দক্ষিণ সীমান্তে ২২টি রকেট শেল নিক্ষেপ করে ইহুদি বাহিনী। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজায় গতকাল মঙ্গলবার রাতভর ইসরায়েল ৬০টি বিমান হামলা চালায় দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং রাফাহ শহরে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় একজন ফিলিস্তিনি নারী নিহত ও আহত হয়েছেন ৮ জন।

এছাড়াও ইসরায়েলি বর্বরতায় প্রতিদিনই ফিলিস্তিন পাড়ায় ভারি হচ্ছে লাশের মিছিল। বাড়ছে নিষ্পাপ শিশুদের প্রাণহানি। এ পর্যন্ত আহত হয়েছেন প্রায় দেড় হাজার নিরীহ ফিলিস্তিনি। যার মধ্যে সাড়ে তিনশ' রয়েছে নিষ্পাপ শিশু। জীবন বাঁচাতে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন খাবারবিহীন ৪০ হাজারের বেশি মানুষ।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের উত্তাপ ছড়িয়েছে জর্ডান সীমান্তেও।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে