Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ১৪ হাজার


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৯:৪৭ এএম
বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ১৪ হাজার

ঢাকাঃ করোনাভাইরাসে গত এক দিনের হিসেবে বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে প্রায় ১৪ হাজার মানুষ। ৬ লাখের বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ৮২১ জন। এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ১১ হাজার ২২৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৩৫ হাজার ৩৭১ জনের।
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজার ৪৩০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ হাজার ৯৪৩ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৭৬৬ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে