Dr. Neem on Daraz
Victory Day

সমর্থন দেয়ায় ২৫ দেশের প্রতি কৃতজ্ঞতা নেতানিয়াহুর


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২১, ০৯:৫২ এএম
সমর্থন দেয়ায় ২৫ দেশের প্রতি কৃতজ্ঞতা নেতানিয়াহুর

ঢাকাঃ গাজায় বর্বর হামলায় ইসরায়েলকে সমর্থন দিয়েছে ২৫টি রাষ্ট্র। এ কারণেই এসব দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

দেশগুলোর পতাকা শেয়ার করে এক টুইট বার্তায় এই কৃতজ্ঞতা জানান তিনি।

দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, জর্জিয়া, জার্মানি, গুয়েতেমালা, হন্ডুরাস, হাঙ্গেরি, ইতালি, লিথুনিয়া, মালদোভা, নেদারল্যান্ডস, মেসিডোনিয়া, প্যারাগুয়ে, স্লোভেনিয়া, ইউক্রেন এবং উরুগুয়ের।

টুইটবার্তায় নেতানিয়াহু লেখেন, ‘ইসরাইলের পাশে জোরালোভাবে দাঁড়ানোয় এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করায় আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে