Dr. Neem on Daraz
Victory Day

সৌদি আরবে ঈদের দিনে ক্ষেপণাস্ত্র হামলা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৬:৩৩ এএম
সৌদি আরবে ঈদের দিনে ক্ষেপণাস্ত্র হামলা

সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ  সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের দিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

বৃহস্পতিবার (১৩ মে) দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো, নাজরান বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ১২টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। খবর আরব নিউজের।

ইয়েমেনে যুদ্ধ করা সৌদি জোট জানিয়েছে, ইরান সমর্থিত হুতি জঙ্গিগোষ্ঠীরা ইয়েমেন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদির বিমান বাহিনী ৮টি ড্রোন ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে।

২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। রাজধানী সানা দখলে নেওয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এর জবাবে প্রায়ই সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে