Dr. Neem on Daraz
Victory Day

সুইজারল্যান্ডে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের সদর দপ্তর ঘেরাও


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২১, ০১:৪৫ পিএম
সুইজারল্যান্ডে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের সদর দপ্তর ঘেরাও

ঢাকাঃ গাজায় বেসামরিক লোকজনের ওপর ইসরাইলের নির্বিচার বোমাবর্ষণ ও জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা।

ইহুদিবাদী ইসরাইলের এ বর্বরোচিত হামলার ঘটনায় আন্তর্জাতিক এ সংস্থাটি দ্রুত কোনো পদক্ষেপ না নেয়ায় মানবাধিকার কর্মীরা বুধবার এ বিক্ষোভ দেখান।

তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা হাতে সহস্রাধিক মানবাধিকার কর্মী জাতিসংঘের সদর দপ্তর ঘেরাও করে ইসরাইলবিরোধী শ্লোগান দিতে থাকেন।

এ সময় তারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আরব ও বিশ্ব নের্তৃবৃন্দের রহস্যজনক নীরবতারও কঠোর সমালোচনা করেন।  

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জেরুজালেম তথা ফিলিস্তিনে যেভাবে মানবাধিকার লঙঘন হচ্ছে, এ ব্যাপারে বিশ্ববাসীর এখনই সোচ্চার হওয়া দরকার।

নির্যাতিত মুসলিমদের সঙ্গে আমরা আছি, তারা একা নন। সেখানে মানবাধিকার রক্ষায় যা করা দরকার, তাই আমরা করবো। তারা ইসরাইলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র আখ্যায়ীত করে দ্রুত দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে