Dr. Neem on Daraz
Victory Day

গাজায় ইসরায়েলি তান্ডবে ৫৩ ফিলিস্তিনি নিহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৯:২১ এএম
গাজায় ইসরায়েলি তান্ডবে ৫৩ ফিলিস্তিনি নিহত

ঢাকাঃ গত সোমবার (১১ মে) থেকে ইসরাইলি সামরিক বাহিনী কর্তৃক গাজায় বিমান হামলা চালানো হচ্ছে। এ হামলায় অনন্ত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইহুদিবাদী দেশটির সঙ্গে চলা সংঘর্ষে ১৪ ফিলিস্তিনি শিশুকে আটক করা হয়েছে। এছাড়াও সংঘর্ষ চলাকালে ইসরাইলি বাহিনী কয়েকশ ফিলিস্তিনিকে আটক করেছে। অন্যদিকে, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ছোড়া রকেট হামলায় ইসরাইলি সেনাসহ ৬ জন নিহত হয়েছে বলা জানা গেছে।

গাজা ভূ-খণ্ডে ফিলিস্তিনি এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা তীব্র আকার নিয়েছে। জাতিসংঘ আশঙ্কা করছে পরিস্থিতি ‌‌একটা পূর্ণাঙ্গ মাত্রার যুদ্ধের দিকে যাচ্ছে।

ফিলিস্তিনি সংগঠন হামাস ৩৮ ঘণ্টা ধরে এক হাজারের ওপর রকেট ছুঁড়েছে বলে জানাচ্ছে ইসরায়েল। তারা বলছে বেশির ভাগ আক্রমণ হয়েছে তেল আবিবের ওপর। ইসরায়েলও ধ্বংসাত্মক বিমান হামলা চালিয়েছে।

২০১৪ সালের পর এটিই ইসরাইল ও হামাসের মধ্যকার সবচেয়ে বড় সংঘর্ষ। ২০১৪ সালে সাত সপ্তাহের যুদ্ধে ২ হাজার ১০০ গাজাবাসী ও ৭৩ ইসরাইলি নিহত হয়। এবারও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে