Dr. Neem on Daraz
Victory Day

সৌদি আরবে নতুন নিয়মে নির্ধারণ হলো এবার ঈদের তারিখ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২১, ১০:১৬ এএম
সৌদি আরবে নতুন নিয়মে নির্ধারণ হলো এবার ঈদের তারিখ

ঢাকাঃ আগামী বৃহস্পতিবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন করা হবে জানিয়েছে স্থানীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার (১১ মে) সৌদি আরবসহ উপসাগরীয় মুসলিম দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে।

তবে সৌদি আরবে সন্ধ্যা নামার আগেই এবার ৩০ রোজা হবে বলে প্রতিবেদন প্রকাশ করে দেশটির এক গণমাধ্যমে। সেই প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে সৌদি আরবে এবারের ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটির ইতিহাসে এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। এতদিন ধরে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের তারিখ নির্ধারণ করা হতো সেখানে।

সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল ম্যানিয়া বলেছেন, সৌদি আরবে এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে।
এদিকে, মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (১১ মে) সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের আকাশে কোথাও চাঁদ দেখা না যায়নি। অর্থাৎ বুধবার (১২ মে) রোজা থাকতে হবে। সে অনুযায়ী রোজা হবে ৩০টি। ফলে বৃহস্পতিবার (১৩ মে) মুসলিমদের পবিত্র উৎসব ঈদুল ফিতর পালন করা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে