Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৩ লাখ ৬ হাজার


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২১, ০৯:২২ এএম
বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৩ লাখ ৬ হাজার

ঢাকাঃ বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ। আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৮৯ লাখের বেশি। গত একদিনে গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯২৯ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯০৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ১৭০ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৫ হাজার ৮১২ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৭৮১ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন। মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে