Dr. Neem on Daraz
Victory Day

ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৪৪ জন নিহত


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ১০:০৯ এএম
ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৪৪ জন নিহত

ঢাকাঃ ইসরায়েলে এক ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বহু মানুষ।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মেরোন পর্বতে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম হারেৎজ।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস। হতাহতদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ।

কর্তৃপক্ষ জানায়, অর্থোডক্স ইহুদিদের বার্ষিক ধর্মীয় উৎসব ‘লাগ বোমার’-এ যোগ দিতে বৃহস্পতিবার রাতে মেরোন পর্বতে জড়ো হয় লাখো মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতের পর ভিড় বাড়তে থাকায় নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। হঠাৎ করে হুড়োহুড়ি শুরু হওয়ায় পাহাড় থেকে পড়ে যায় অনেকে।

করোনা মহামারীর জন্য গত বছর এই আয়োজন হয়নি। তবে এ বছর সফল ভ্যাকসিন কার্যক্রমের পর ইসরায়েলে অনেক বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

তবে, মেরোনের এ ঘটনাকে বড় ধরনের বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে