ছবিঃ সংগৃহীত
ঢাকাঃ স্থগিতাদেশ বাতিল করে আবারও জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনার টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে রক্ত জমাট বাঁধার আশঙ্কা থেকে জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা ব্যবহার স্থগিতের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ১১ দিন পর শুক্রবার এই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায় যুক্তরাষ্ট্রর স্বাস্থ্য ও চিকিৎসা কর্তৃপক্ষ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)।
সিডিসির বিজ্ঞানীরা জানান, রক্ত জমাট বাঁধার ঝুঁকি খুবই স্বল্পমাত্রায় রয়েছে। তবে চলমান পরিস্থিতিতে এই টিকা ব্যবহার করা যাবে।
বিবিসির খবরে বলা হয়, জনসন অ্যান্ড জনসনের ৮০ লাখ টিকা গ্রহীতার মধ্যে অন্তত ১৫ জনের শরীরে রক্ত জমাট বাধার সমস্যা দেখা দেয়।
এদিকে, এমন সময় জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনার টিকা ব্যবহারের পুনঃঅনুমোদন মিলল, যখন ফাইজার-বায়োএনটেকের টিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় চুক্তির চুক্তির ঘোষণা এসেছে।
আগামীনিউজ/সোহেল