ঢাকাঃ ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে আগুন লাগার পর এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে শহরের সানরাইজ হসপিটালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রয়টার্স জানায়, ওই হাসপাতালে ভর্তি থাকা ৭০ জনের বেশি করোনা আক্রান্ত রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। যাদের মধ্যে অন্তত ৭ জন ছিলেন ভেন্টিলেটর সাপোর্টে।
মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশান্ত কড়ম জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়।
আগামীনিউজ/এএইচ