Dr. Neem on Daraz
Victory Day

লবিস্ট ভাড়া করল মিয়ানমার সেনাবাহিনী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১০, ২০২১, ০৬:৫৯ পিএম
লবিস্ট ভাড়া করল মিয়ানমার সেনাবাহিনী

সংগৃহীত

আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে তৎপরতা চালাতে ইসরায়েলি-কানাডিয়ান লবিস্ট আরি বেন-মেনাশে এবং তার মন্ট্রিলভিত্তিক ফার্ম ডিকেন্স অ্যান্ড ম্যাডসনের সঙ্গে দুই মিলিয়ন ডলারের (১৭ কোটি টাকা) চুক্তি করেছে মিয়ানমার সেনাবাহিনী।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, আরি বেন-মেনাশে নামের এই লবিস্ট মূলত ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার একজন সাবেক কর্মকর্তা। এর আগে তিনি জিম্বাবুয়ের রবার্ট মুগাবে এবং সুদানের সামরিক শাসকদের প্রতিনিধিত্ব করেছেন। তার লবিস্ট ফার্ম ডিকেন্স অ্যান্ড ম্যাডসনের অফিস কানাডায়।
এছাড়া মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলসহ অন্যান্য দেশে তাদের পক্ষে লবিং করবে ডিকেন্স অ্যান্ড ম্যাডসন। এছাড়া জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাতেও মিয়ানমারের হয়ে প্রচারণা চালাবে তারা।

লবিস্ট ফার্মটি জানিয়েছে, বর্মি কর্মকর্তারা বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদেরও ফেরত নিতে চায়। এজন্য তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ করছে একটি তহবিল সংগ্রহের জন্য।

প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর দেশটিতে এখন পর্যন্ত ৬০ জনের বেশি বিক্ষোভকারী নিহত ও প্রায় ২ হাজার মানুষ গ্রেপ্তার করা হয়েছে।
অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র মিয়ানমারকে কয়েকবার সতর্ক করেছে। নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশ সম্পর্ক আপাতত বন্ধ রেখেছে। জাতিসংঘ চেষ্টা করছে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে