ঢাকাঃ ঝড়ো হওয়াসহ ব্যাপক তুষারপাতে তুষারের স্তূপের নিচে চাপা পড়েছে রাশিয়ার রাজধানী মস্কো। এতে যান চলাচল ব্যাহত হয়েছে, নির্দিষ্ট সময়ে ফ্লাইট ছাড়া যায়নি।
মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ঝড়ো বাতাসের কারণে পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার রাতে শুরু হওয়া তুষারপাত আজ রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
দমকা বাতাস থেকে থেকে ঘণ্টায় ৪০ মাইল পর্যন্ত বেগে বয়ে যাচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক করেছে। লোকজনকে গাছের সারি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। আবহাওয়া বিভাগ ফোবোসের আবহাওয়াবিদ ইয়েভগিনি টিশকোভিয়েৎস এমনটি জানিয়েছেন।
গতকাল শনিবার ভোর পর্যন্ত মস্কোতে ৫৬ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমেছিল বলে ফোবোস জানিয়েছে। এটি ১৩ ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ৬০ সেন্টিমিটার তুষার জমার রেকর্ড অতিক্রম করার প্রায় কাছাকাছি চলে গিয়েছিল বলে জানিয়েছে তারা। শুক্রবার মস্কো ১২ ফেব্রুয়ারি তারিখের জন্য রেকর্ড তুষারপাত প্রত্যক্ষ করেছে।
আগামীনিউজ/এএইচ