Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি সাড়ে ৬৪ লাখের বেশি


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২১, ১১:৫৬ এএম
বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি সাড়ে ৬৪ লাখের বেশি

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ইউরোপসহ কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরনের ভাইরাস। এটি আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন প্রায় ২৩ লাখ ২৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১০ কোটি সাড়ে ৬৪ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় পাঁচ কোটি ৯৪ লাখ মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ২৩০ জন এবং মারা গেছেন ২৩ লাখ ২৪ হাজার ৯১৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৯৩ লাখ ৬৭ হাজার ৯৮১ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬২৫ জন এবং মারা গেছেন চার লাখ ৬৪ হাজার ৯৩৩ জন।

এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩১তম।

 

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে