Dr. Neem on Daraz
Victory Day

কাশ্মীরে ইন্টারনেট চালু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২১, ১১:৫৮ পিএম
কাশ্মীরে ইন্টারনেট চালু

ছবি: সংগৃহীত

ঢাকাঃ দীর্ঘ ১৮ মাস পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট সেবা চালু হয়েছে। শুক্রবার স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল এক টুইটে বলেন, ‘পুরো জম্মু ও কাশ্মীরে ফোর-জি মোবাইল ইন্টারনেট সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।’ খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

২০১৯ সালের আগস্টে ভারত সরকার মুসলমান অধ্যুষিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। পরে অঞ্চলটিকে কেন্দ্র শাসিত দুটি আলাদা অঞ্চলে ভাগ করা হয়।

আগামীনিউজ/এএইচ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে