Dr. Neem on Daraz
Victory Day

টিকটকে অ্যাকাউন্ট খুললেন দুবাইয়ের শাসক


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২০, ০১:০৮ পিএম
টিকটকে অ্যাকাউন্ট খুললেন দুবাইয়ের শাসক

ছবি: সংগৃহীত

ঢাকাঃ অনলাইনে ভিডিও শেয়ার করার মাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে তিনি একথা জানিয়েছেন বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, রোববার সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম টিকটকে আমি অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করেছি। জনগণ যেখানে, আমরাও সেখানে থাকতে চাই।

তিনি বলেন, আরবের ইতিবাচক কনটেন্ট তৈরি করে এখানে শেয়ার করতে চাই। তরুণদের কথা শুনব, আমাদের গল্পও তাদের বলব।

নতুন অ্যাকাউন্ট খুলে একটি অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করেছেন দুবাইয়ের শাসক। এরই মধ্যে এতে লাইক ৯০ হাজার ছড়িয়ে গেছে।

টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি। ১৫৫টি দেশে ৪০টি ভাষায় চলে এটি। প্রতিদিন ১০০ কোটি ভিডিও দেখা হয়। টিকটিক হলো মাইক্রো ভ্লগিং (ভিডিও ব্লগ) অ্যাপ।

টিকটক ছাড়াও ইনস্টাগ্রাম ও টুইটারে উল্লেখযোগ্য অনুসারী রয়েছে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের। ইনস্টাগ্রামে তার অনুসারী ৫৪ লাখ, আর টুইটারে তার অনুসারী এক কোটির বেশি।

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে