Dr. Neem on Daraz
Victory Day

কাঠমান্ডুর সঙ্গে ‘এয়ার বাবল’ ফ্লাইট চালু করছে দিল্লি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২০, ১০:৪৮ এএম
কাঠমান্ডুর সঙ্গে ‘এয়ার বাবল’ ফ্লাইট চালু করছে দিল্লি

ঢাকাঃ ভারত ও নেপালের মধ্যে নিয়মিত নির্ধারিত ফ্লাইট পুনরায় চালু হতে যাচ্ছে। দেশ দুটি ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনায় ফ্লাইট চালুর অনুমোদন দিয়েছে বলে শুক্রবার ভারতীয় দূতাবাস জানিয়েছে।

এয়ার ইন্ডিয়া এবং নেপাল এয়ারলাইন্স নিয়মিত দিল্লি ও কাঠমান্ডুতে এ ফ্লাইট পরিচালনা করবে। খবর এএনআইয়ের

‘এয়ার বাবল’ ব্যবস্থাপনায় নির্দিষ্ট কিছু বিধিনিষেধের মধ্যে থেকে দেশ দুটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবে। 

এক টুইটে টিকিট ও শিডিউলের জন্য এয়ারলাইন্স দুটির ওয়েবসাইট দেখার অনুরোধ করেছে নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস।

জুলাই থেকে ভারত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিসহ ২০টিরও বেশি দেশের সঙ্গে এয়ার বাবল ব্যবস্থাপনায় ফ্লাইট চালু করেছে।

এই ধরনের নামকরণের কারণ হলো, এই পদ্ধতিটা কাজ করবে পারস্পরিকভাবে শুধু দুটো দেশের মধ্যে। এখানে তৃতীয় কোনও দেশের ভূমিকা থাকবে না। অর্থাৎ কোনও যাত্রী ভারতীয় বিমানে উঠে সরাসরি যেন একটা ‘বুদবুদের’ মধ্য দিয়ে এসে নেপালের কোনও বিমানবন্দরে এসে নামবেন, মাঝে তিনি অন্য কোথাও অন্য দেশের সংস্পর্শে আসবেন না। শুধু সংশ্লিষ্ট দুটো দেশের এয়ারলাইন্সগুলোই এই পদ্ধতিতে অপারেট করতে পারবে।

আগামীনিউজ/প্রভাত

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে