Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে ফের করোনা শনাক্তের রেকর্ড


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ১, ২০২০, ১১:০৫ এএম
বিশ্বে ফের করোনা শনাক্তের রেকর্ড

ছবি: সংগৃহীত

ঢাকাঃ নভেল করোনাভাইরাসে পজিটিভ শনাক্তের হিসাবে টানা দ্বিতীয়দিন বিশ্ব রেকর্ড হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পৃথিবীতে ৫ লাখ ৩৫ হাজার ৯২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একদিন আগে ৫ লাখ ১৮ হাজার ৮০৩ জন শনাক্ত হন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, এই রোগে এখন পর্যন্ত ৪ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৭৭৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১২ লাখ ১৯৩ জন। সুস্থ ৩ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৫১৬ জন।

১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে ৯টি দেশে: যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং ব্রিটেন।

সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৯৪ লাখ ২ হাজার ৫৯০ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩৬ হাজার ৭২ জন।

ভারতে ৮১ লাখ ৮২ হাজার ৮৮১ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ২২ হাজার ১৪৯ জন।

বেশি আক্রান্তের দেশগুলোতে নতুন করে লকডাউন শুরু হচ্ছে। ব্রিটেনে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘চিকিৎসা এবং মানবিক বিপর্যয়ের’ আশঙ্কা করছেন তিনি।

জনসনের দেশে এখন পর্যন্ত ১০ লাখ ১১ হাজার ৬৬০ জন নভেল করোনাভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৬ হাজার ৫৫৫ জন।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে