Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪ কোটি ৪২ লাখ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২০, ১০:৪৬ এএম
বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪ কোটি ৪২ লাখ

ছবি সংগৃহীত

ঢাকাঃ বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতি এ ভাইরাস ইতোমধ্যে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাটা বেড়েই চলছে। সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার কোটি ৪২ লাখ ছাড়িয়েছে। বুধবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে আরো বলা হয়েছে, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১১ লাখ ৭১ হাজার ৩০৮ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৪৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৬ লাখ ২১ হাজার ৩৯৬ জন করোনারোগী, যাদের মধ্যে ৭৯ হাজার ৯২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ৯০ লাখ ৩৮ হাজার ৩০ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ লাখ ৮৮ হাজার ৮৫৩ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৫৪ লাখ ৪০ হাজার ৯০৩ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১৫ লাখ ৪৭ হাজার ৭৭৪ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ১১ লাখ ৯৮ হাজার ৬৯৫ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—স্পেন (১১ লাখ ৭৪ হাজার ৯১৬ জন), আর্জেন্টিনা (১১ লাখ ১৬ হাজার ৬০৯ জন), কলম্বিয়া (১০ লাখ ৩৩ হাজার ২১৮ জন), যুক্তরাজ্য (৯ লাখ ১৭ হাজার ৫৭৫ জন) ও মেক্সিকো (৮ লাখ ৯৫ হাজার ৩২৬ জন)।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে