Dr. Neem on Daraz
Victory Day

আধুনিক দাসত্বের শিকলে বন্দি ৩ কোটি নারী


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০, ১২:২৫ পিএম
আধুনিক দাসত্বের শিকলে বন্দি ৩ কোটি নারী

প্রতীকী ছবি

ঢাকাঃ দাসপ্রথার বিলোপ হয়েছে বহুকাল আগে। তবে পৃথিবীতে এখনও বহু মানুষ মানুষের দাস হিসেবে রয়ে গেছে। দুর্বলের ওপর সবলের আধিপত্য ও অত্যাচার এখনও আগের মতোই। বিশেষত, লিঙ্গভিত্তিক নিপীড়ন এই আধুনিক বিশ্বেও মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। নারীর প্রতি পুরুষের মনোভাব ও ধর্ষণ, গণধর্ষণ প্রতিনিয়ত বাড়ছে।

ওয়াক ফ্রি নামে একটি মানবাধিকার সংস্থার নতুন প্রতিবেদনে জানানো হয়েছে, এখনও বিশ্বজুড়ে আধুনিক দাসত্বের শিকলে বন্দি প্রায় ২৯ মিলিয়ন নারী (২ কোটি ৯০ লাখ নারী)। 

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, জোরপূর্বক বিবাহ, জোরপূর্বক শ্রম ও গৃহবন্দিসহ নানা উপায়ে নারীদের দাসত্বের শিকলে বন্দি করে রাখা হয়েছে। 

ওয়াক ফ্রি’র সহ-প্রতিষ্ঠাতা গ্রেস ফরেস্ট মনে করেন, বিশ্বে প্রতি ১৩০ জন নারী ও কন্যাশিশুর মধ্যে অন্তত একজন আধুনিক দাসত্বের শিকার।

সম্প্রতি জাতিসংঘের এক সম্মেলনে দেয়া ভাষণে ফরেস্ট বলেন, ‘ধীরে ধীরে আধুনিক দাসত্বের চেহারা অত্যন্ত নিকৃষ্ট আকার ধারণ করছে।’

যদিও আধুনিক দাসত্বের বৈধ কোনও সংজ্ঞা নেই। তবে জাতিসংঘ মনে করে, জোর করে ও ভয়ভীতি দেখিয়ে কাজে বাধ্য করাই এক ধরনের দাসত্ব।

২০৩০ সালের মধ্যে এই আধুনিক দাসত্ব বন্ধের অঙ্গীকারে জাতিসংঘ কাজ করছে বলেও ওই সম্মেলনে জানানো হয়। 

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে