ঢাকাঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী একজন উপদেষ্টা হোপ হিকস নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সে কারণে কোয়ারেন্টিনে গেছেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ট্রাম্প নিজেই এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন।
মিনেসোটা থেকে নির্বাচনী সভা শেষ করে ফেরার সময় অসুস্থ বোধ করেন হিকস। পরে তাকে প্লেনেই আইসোলেট করা হয়। নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।
এদিকে ট্রাম্প ও মেলানিয়া দুজনেই করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। এখনও সেই রিপোর্ট আসেনি।
প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় অনেক বেশি ব্যস্ত থাকতে হচ্ছে ট্রাম্পকে। তাই এখন তিনি কোয়ারেন্টাইন অব্যাহত রাখবেন কিনা, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় আপাতত কোয়ারেন্টাইনে আছেন বলেই টুইটে জানিয়েছেন ট্রাম্প।
আরও আগেই হোয়াইট হাউসে করোনা হানা দিয়েছে। কিন্তু সেখানকার কর্মকর্তারা হিকসের মতো এতটা ট্রাম্পের কাছে আসতেন না। সে কারণেই হিকসের করোনা পজিটিভ হওয়ায় ঝুঁকি নিতে চান না ট্রাম্প। ৭৪ বছর বয়সী ট্রাম্পের ফ্লোরিডায় নির্বাচনী সভায় যোগ দেয়ার সিডিউল রয়েছে।
চলতি সপ্তাহে বেশ কয়েকটি সভায় ট্রাম্পের সঙ্গে ছিলেন হিকস। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের মুখপাত্রের দায়িত্ব পালন করা হিকস এতদিন হোয়াইট হাউসে কমিউনিকেশনস ডিরেক্টরের পদে নিযুক্ত ছিলেন। তবে ভোটের আগে সম্প্রতি তাকে ট্রাম্পের নির্বাচনী উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়।
এরইমধ্যে যুক্তরাষ্ট্রের নভেল করোনা ভাইরাসে ৭০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত ও প্রায় দুই লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে।
আগামীনিউজ/জেহিন